পৃথিবী প্রদক্ষিণকারী অ্যাপোলো-৭-এর সর্বশেষ নভোচারী মারা গেছেন
অ্যাপোলে-৭-এর সর্বশেষ নভোচারী ওয়াল্টার কানিংহাম মারা গেছেন। ৯০ বছর বয়সে টেক্সাসের হোস্টনে মারা গেছেন মার্কিন এই নভোচারী। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এক বিবৃতিতে কানিংহামের মৃত্যুর বিষয়টি জানিয়েছে।,
১৯৬৮ সালে মহাকাশ মিশনের অংশ ছিলেন কানিংহাম। অ্যাপোলো-৭ মহাকাশযান ১১ দিনব্যাপী পৃথিবী প্রদক্ষিণ করেছিল। যা পরবর্তী সময়ে এক বছর পর ১৯৬৯ সালে প্রথমবারের মতো চাঁদে মানুষ অবতরণে সাহায্য করেছিল।,
নাসার প্রথম সফল মানববাহী মহাকাশ অভিযান অ্যাপোলো-৭-এর শেষ জীবিত ব্যক্তি ছিলেন কানিংহাম। সেই তিনিও মারা গেলেন। নাসা এক বিবৃতিতে ওয়াল্টার কানিংহামের মৃত্যুর বিষয়টি জানিয়ে শোক প্রকাশ করেছে।,
নাসার ওই বিবৃতিতে বলা হয়েছে, ওয়াল্টার কানিংহাম যুদ্ধবিমানের পাইলট ছিলেন। এ ছাড়া তিনি পদার্থবিদ এবং উদ্যোক্তাও ছিলেন। এর বাইরে তিনি সর্বোপরি একজন অনুসন্ধানকারী ছিলেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ওয়াল্টার এবং তার ক্রুমেটরা ইতিহাস তৈরি করেছিল। তারা বর্তমান প্রজন্মের জন্য পথ প্রশস্ত করে রেখে গেছেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচিতে তার অবদান সব সময় মনে রাখবে নাসা। কানিংহাম পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সূত্র : বিবিসি