
অনুভূতি পোড়ে নিরালায়
হৃদয়ের অভিমানী আঁচে
কিছু জেনো ধ্রুবতারা হয়ে
নিস্পলক নালিশেই বাঁচে।
কার্নিশে আগাছার মতো
ব্রাত্য পড়ে থাকে কিছুক্ষণ
হিসেবটা দিও তুমি আজ
যদি চায় ফিরতি শ্রাবণ।
চাওয়া পাওয়া শীতঘুমে গেছে
ছুঁয়ে থাকা নিষ্প্রয়োজন
ঝড় এলে অংকটা মেলে
প্রেম নাকি শুধু প্রহসন?
২
একদিন ঠিক ইচ্ছে করেই ভুলবো এ পথ
একদিন ঠিক ইচ্ছে করেই ফিরবো না আর
চুপটি করে, মেঘ চাদরে নিখোঁজ হবো
দেখব তখন, কার পোড়ে মন?
কে হই আমি কার?