
প্রকাশিত হলো রকিবুল ইসলাম মুকুলের নতুন উপন্যাস ‘শিশমহল’
বাজারে এসেছে লেখক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের নতুন উপন্যাস ‘শিশমহল।’
‘শেকড়ের প্রতি বেজায় টান জয়েন উদ্দিনের। আগে ছুটি ছাটায় ছুটে যেতেন বাড়িতে। নাজমা আক্তার এক দু’বার সেই ভাঙা বাড়িতে গিয়েছিল বটে, নাক সিটকে ওই যে চলে এলেন আর ওমুখো হননি। জয়েন উদ্দিন মন খারাপ হলেই ছোট্ট বারান্দাটায় কয়েকটা টবে সাজানো ফুলগাছ আর লতার কুন্ডলির মাঝখানে আধাঝরা পদ্মফুলের মতো ঠিকই নুয়ে থাকেন। লাগোয়া রিডিং রুমের আধো আলো পায়ের কাছে এসে আছড়ে পড়ে। তিনি পায়ের বুড়ো আঙুল টাইলসে ঘষে ঘষে সে আলো পায়ে মাখেন কিন্তু মুখটা ঢেকে থাকে আবছা অন্ধকারেই।’ – ঠিক এভাবেই এগিয়েছে উপন্যাসের ভেতরের কাহিনী।
নতুন এ উপন্যাস সম্পর্কে রকিবুল ইসলাম মুকুল আশা জানিয়েছেন, উপন্যাসটি পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবে।
খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
শীঘ্রই বইটি দেশের স্বনামধন্য বইয়ের দোকানগুলোতে পাওয়া যাবে। তবে ইতোমধ্যে বইটির বাজারজাত শুরু করেছে অনলাইন বুকশপগুলো।
রকিবুল ইসলাম মুকুলের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে প্রজাপতি মন, আমাকে পোড়ানোর উৎসব হোক মহামান্য রাষ্ট্রপতি, ব্ল্যাক নাইট, নদীর নাম ময়ূরাক্ষি ও দোলনচাঁপার ঘ্রাণ।❐