হাফিজুর রহমান
শেষ পর্যন্ত, ভালো থাকাটা আর হয়ে না উঠলে;
ফিরতে হতে পারে সেই – পুরনো ঠিকানায়।
সুযোগটা কেড়ে নিয়ে – পরিবর্তনের অসহায়ত্বতা,
দেখা ছাড়া – কিইবা থাকতে পারে করার!
কিছু সম্পর্কও – কখনও ছেঁটে ফেলতে হয়
মাথার ভার কমাতে – সময়ের প্রয়োজনে
হয়ত সেই কাটছাঁটেরই খুব সহজে হওয়া বলি,
দুর্গম কোন প্রান্তের আবর্জনা স্তুপের আগ্নেয়গিরি।
স্বদিচ্ছার গায়ে লাগানো আগুনে যদি কেউ পোড়ে,
সে দায় অবহেলার, মেনে নিতেই হবে অপরাধ।