
প্রথম সেশনেই ৬ উইকেট নেই বাংলাদেশের
প্রথম সেশনের শুরুতে উইয়ান মুল্ডারের তিন উইকেটের পর জোড়া শিকার করেছেন কাগিসো রাবাদা। সেশনের শেষদিকে কেশভ মহারাজের বলে আউট হয়েছেন মিরাজও। প্রথম সেশনে ৬ উইকেট ৬০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ দল।
উইকেটের শুরুটা করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডার।
দ্বিতীয় ওভারে সাদমানকে শূন্য রানে ফিরিয়ে শুরু। তার ফিরিয়েছেন একে একে মমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকে। মুল্ডারের পর উইকেটে হানা দিয়েছেন রাবাদাও। ফিরিয়েছেন মুশফিকুর রহিম ও লিটনকে।
মুশফিকের উইকেট নিয়ে রাবাদা গড়েছেন এক কীর্তি। দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ বোলার হিসেবে ৩০০ তম উইকেটের কীর্তি গড়েছেন তিনি। প্রোটিয়াদের হয়ে টেস্টে টেস্টে ৩০০ উইকেট আছে অ্যালান ডোনাল্ড, শন পোলক, মাখায় এনটিনি, মরনে মরকেল ও ডেল স্টেইনের।
সেশনের শেষে বলে ফিরেছেন মিরাজও।
কেশব মহারাজের আর্ম বল আঘাত করে মিরাজের সামনের প্যাডে। রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না তিনি।
১৬ রান নিয়ে উইকেটে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দেখেছেন বাংলাদেশের উইকেটের আসা-যাওয়ার মিছিল। মুল্ডার নিয়েছেন ৩ উইকেট, রাবাদা ২টি।
অন্য উইকেটটি নিয়েছেন স্পিনার কেশব মহারাজ।