
কল্পনার রঙিন সুতোয় বোনো কাব্যের উত্তরীয়
তোমার লেখা গল্পের চেয়ে কবিতাই ঢের প্রিয়।
ধীরলয়ে আমি তোমাকে পড়ি তুমি মাত্রাবৃত্ত ছন্দ
চোখ বুজলে তুমি চিত্রকল্প, অনুপ্রাসে দ্বিধা-দ্বন্দ্ব।
স্তবক বিন্যাসে অভিমান ঢালো কণ্ঠে সুরের ইন্দ্রজাল,
অথচ, প্রেমের কবিতায় লেখো তুমি নাকি নও প্রেম রাখাল।
সুর তাল লয়ে ছন্দ ঝংকার কি দারুণ এক কণ্ঠলোক,
তোমার লেখা কবিতার সাথে রোজ বিকেলে কথা হোক।