প্রেম এই পৃথিবীর পুরাতন ব্যাধি,
বর্ণহীন-গন্ধহীন অপরূপ ফুল;
এক ভাষাহীন আকর্ষণ অন্ধকারে
নিয়ে যেতে চায়, যেখানে শুধুই মুক্তা
ফলে, আর জন্মায় পবিত্র পারিজাত।
প্রেম যেন পৃথিবীর প্রথম প্রভাত,
আদমের বুকে নাচে ঐশ্বরিক ইভ;
অতীতের সুরে বাজে আগামীর গান।
প্রেম যেন শব্দহীন শপথের বাণী,
শরতের শুভ্র মেঘমালা, বরষার
বেদনার রিমঝিমে চাতক পাখির
চঞ্চলতা, বসন্ত বাতাসে বলাকার
কন্ঠস্বরে কামনার মধুর আলাপ;
অথবা জোছনা রাতে অজানা আহ্বান!