
আতিকুর রহমান
জৈষ্ঠ্য মাসে কাঁঠাল পাকে
আরো পাকে আম
গাছের শাখায় ঝুলে থাকে
রসালো সেই জাম।
কাঁঠাল কোষে আমের রসে
বিন্নি ধানের খই
এমন খাবার স্বদেশ ছাড়া
আছে বলো কই?
আনারসে লবণ মরিচ
জিভে আসে জল
এমন ফলটি খেতে যে কেউ
করে না তো ছল।
পুষ্টিগুণে ভরপুরে সব
জৈষ্ঠ মাসের ফল
একসাথে সব মিলে মিশে
খাবো এবার চল।