ফার্স্ট এইড হোম কেয়ারের বাফেলো অফিসে মতবিনিময় সভা
বাফেলো সংবাদাতা: গতকাল শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফার্স্ট এইড হোম কেয়ারের বাফেলো অফিসের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফার্স্ট এইড হোম কেয়ারের বাফেলো অফিসের সহকর্মী ও কর্তৃপক্ষের আয়োজনে নিউ ইয়র্কের ফার্স্ট এইড হোম কেয়ারের পরিচালক হোসনেয়ারা চৌধুরী এবং শাহ্ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরী বাফেলো অফিসে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দদের এক মতবিনিময় সভায় মিলিত হন।
শাহ্ জে. চৌধুরী জানান, ফার্স্ট এইড হোম কেয়ারের সঙ্গে মানবতার সেবায় নিয়োজিত শাহ্ ফাইন্ডেশনও কাজ করবে বলে তারা ঐক্যমত হয়েছেন।
পাশাপাশি বাফেলোতে বসবাসরত বাঙালী কমিউনিটিকেও এ কাজে সম্পৃক্ত করবেন বলে মতবিনিময়য় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন, বাংলা চ্যানেলের চেয়ারম্যান একেএম ফজলুল হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মইনু জামান চৌধুরী, নাট্যজন আবু সুফিয়ান বিপ্লব। এছাড়াও ফার্স্ট এইড হোম কেয়ারের বাফেলো অফিসের ম্যানেজার কবির আলী, মার্কেটিং এক্সিকিউটিভ মো. হাবিবুর রহমান, মার্কেটিং কো-অর্ডিনেটর মো. জে হোসাইন (জামাল), খালেদ ওসমানসহ অন্যান্যরা।
অ্যালবাম