খেলাপ্রধান খবর

ফিফার নজরে বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা

সম্প্রতি বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসের কিছু মুহূর্ত তুলে ধরেছিল ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, ফিফা। এবার নিজেদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এদেশের ব্রাজিল সমর্থকদের উন্মাদনা প্রকাশ করেছে সংস্থাটি।

কাতার বিশ্বকাপে গ্রুপ ‘জি’ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল সুইজারল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে শেষ ষোলতে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ইনজুরির কারণে এদিন নিজেদের অধিনায়ক এবং অন্যতম সেরা তারকা খেলোয়াড় নেইমার জুনিয়রকে পায়নি সেলেকাওরা।

নেইমারকে ছাড়া খেলতে নেমে ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটা করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার কাসেমিরো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ৩ ডিসেম্বর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট ক্যামেরুন।

রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত হওয়ার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি জায়গায় জায়ান্ট স্ক্রিনে ব্রাজিলের ম্যাচ উপভোগ করেছেন ভক্তরা। প্রতিটা স্থানেই একসাথে খেলা দেখেছেন হাজারো ফুটবলপ্রেমী। এমন কয়েকটি জায়গার ছবি পোস্ট করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।

ছবি পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে ফিফা লেখেছে, ‘ফুটবলের মতো অন্য কিছু এত মানুষকে এভাবে একসাথে করতে পারে না। গতরাতে রাজধানী ঢাকায় দেখা গেল এই বিশাল জনসমাগম।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension