খেলাপ্রধান খবর

ফুটবলের কিংবদন্তি পেলে মারা গেছেন

ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি পেলে আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

অনেক দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিন বারের বিশ্বকাপজয়ী ফুটবলার পেলে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছু ধরেই। মাঝে বেশ কয়েকবার তার মৃত্যুর খবরও ছড়ায়।

তবে এবার আর কোনো গুজব। পুরো ফুটবল বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে পাড়ি দিলেন অন্য লোকে।

২১ বছরের ক্যারিয়ারে ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ১৩৬৩ ম্যাচে করেছেন রেকর্ড ১২৮১ গোল। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে করেছেন ৭৭ গোল।

‘ফিফা’ ম্যাগাজিনের পাঠক এবং জুরি বোর্ডের বিচারে পেলে বিংশ শতাব্দীর ‘শ্রেষ্ঠ’ ফুটবলার। তবে ইন্টারনেটে সাধারণ ফুটবলপ্রেমীদের ভোট গিয়েছিল আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পক্ষে। ফিফা শেষ পর্যন্ত যুগ্ম ভাবে শতাব্দীসেরা ঘোষণা করে দুজনকেই।

ম্যারাডোনা ২০২০ সালে ৬০ বছর বয়সে আচমকাই না ফেরার দেশে পাড়ি দেন। এ বার পেলেকেও হারাল বিশ্ব।

পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। সে নামে অবশ্য বিশ্ব তাকে চেনেনি। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ। পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন। তার মধ্যে তিন বার চ্যাম্পিয়ন ব্রাজিল।

১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ শিরোপা জেতেন পেলে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension