বাংলাদেশ

ফেসবুকে প্রধানমন্ত্রীর ডিপিএসের ছবি ব্যবহার করে প্রতারণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব (ডিপিএস) এমএম ইমরুল কায়েসের ছবি ব্যবহার দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে।

শুক্রবার সকালে বিষয়টি নজরে আসার পর এ বিষয়ে সবাইকে সতর্ক করে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে বার্তা দিয়েছেন ইমরুল কায়েস৷

তিনি লিখেছেন, আমার ছবি ব্যবহার করে ফেক আইডি খোলা হয়েছে; সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

‘Engr Nazmul Sarkar’ নামে খোলা ওই ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশটও ফেইসবুকে দিয়েছেন তিনি।

ওই ভুয়া অ্যাকাউন্টের একটি পোস্টে লেখা হয়েছে, ১৩ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সব বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। ফাঁসকৃত প্রশ্ন পরীক্ষায় ১০০% হুবহু কমন আসবে। প্রশ্ন সমাধানসহ দেওয়া হচ্ছে৷ যাদের প্রশ্ন লাগবে তারা দ্রুত আমাকে ম্যাসেজ দিন।

এ প্রসঙ্গে ইমরুল কায়েস গণমাধ্যমকে বলেন, সকালে বিষয়টি আমার নজরে আসে। আমি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। বিষয়টি সাইবার অপরাধ দমনে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension