আন্তর্জাতিকইউরোপপ্রধান খবর
ফ্রান্সে ভোটগ্রহণ শুরু
ফ্রান্সে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৮টায় ভোটার জন্য ভোট কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে।
অনলাইন আল জাজিরা জানিয়েছে, সেখানে সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির টাউন এবং বড় বড় শহরগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
দ্বিতীয় দফার ভোটে সহিংসতা এড়তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত আংশিক ফলাফল পাওয়ার পরই থেকেই আনুমানিক ফলাফল জানা যেতে পারে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।