ভাষার মাস এলেই শুরু হয়ে যায় মাসব্যাপী অমর একুশে বই মেলা। যদিও এ বছর করোনা ভাইরাসের কারণে ভাষার মাস পেরিয়ে স্বাধীনতার মাসে এসে শুরু হয়েছে বই মেলা।
একুশে বইমেলায় এবারে নিউ ইয়র্ক প্রবাসী লেখক ও সাংবাদিক দর্পণ কবীরের নবম উপন্যাস-‘ধূসর প্রচ্ছদ’ প্রকাশিত হয়েছে। রোমান্টিক গল্পের আখ্যান-এই উপন্যাসটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনী অনন্যা।
উপন্যাসের প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। দাম ধরা হয়েছে ২০০ টাকা। একুশে বইমেলার অনন্যা স্টল (২২ নম্বর) ছাড়াও রকমারি ডট কম থেকেও পাঠক-ক্রেতা কিনতে পারবেন।
লেখক দর্পণ কবীরের উপন্যাস, কবিতা, গল্প ও ছড়াসহ এখন পর্যন্ত ১৮টি বই প্রকাশিত হয়েছে।❐