খয়রাতিরে দেখতে যদি তোমরা সবে চাও
জয়নাল আবেদীনের ছোট্ট বাড়ি টুটপাড়াতে যাও
নিজেরটা খায়, নিজটা পরে নেইকো ধার দেনাতি
বড়লোকের কাছে তারা তবুও খয়রাতি।
যাদের নিজ বাড়িতে হয় না জাগা, শ্বশুরবাড়ি থাকে
বউ বাচ্চা সারাটা জীবন বাপের বাড়িই রাখে
তাদের থেকে যদি এমন কথা শুনতে হয়
বড়লোক সে মুখের ‘পরে ঝাঁটা মারতে হয়।
কুকুর শূকর এদের থেকেও ভালো অনেকগুণে
যে পাতে খায়, সে পাত্ তারা রাখে দেখেশুনে
সবকিছুই ছল আর ছুতা, নয়তো আসল ঘটনা
নিত্য নতুন বিয়া করার এ এক নতুন বাহানা।
তিন নম্বর বউটা তাহার মরছে হইল দুইদিন
নতুন বিয়ার পুলক উঠছে সামনে আছে সুদিন
তিন বিয়া তো করছে আগেই, চাইর নম্বর আনতে
সেই উদ্দেশ্যেই সাতসতেরো নয়া নাটক ফান্দে।