বর্ণবাদের অভিযোগে ৬ ক্রিকেটারের শাস্তি
সতীর্থের সঙ্গে বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ প্রমাণিত হওয়ায় কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের সাবেক ছয় ক্রিকেটারকে শাস্তি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট ডিসিপ্লিনারি কমিটি (সিডিসি)। সাজা পাওয়া ক্রিকেটাররা হলেন গ্যারি ব্যালান্স, টিম ব্রেসনান, ম্যাথু হগার্ড, অ্যান্ড্রু গল, রিচার্ড পাইরাহ ও জন ব্লেইন।
পাকিস্তানি বংশোদ্ভূত ইয়র্কশায়ারের সাবেক ক্রিকেটার আজিম রফিক এই বর্ণবিদ্বেষের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
তাই তিন হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন গত মাসে অবসর নেওয়া জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা গ্যারি ব্যালান্স। ইংল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার ম্যাথু হগার্ড ও ব্রেসনানকে চার হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। পাশাপাশি চার ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রেসনান।
সাবেক অধিনায়ক ও কোচ অ্যান্ড্রু গলকে ছয় হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি কোচিং থেকে ছয় সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া জেলের সহকারী রিচার্ড পাইরাহ ও স্কটল্যান্ডের সাবেক পেসার জন ব্লেইনকে দুই হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো শুধু ইসিবির তত্ত্বাবধানে পরিচালিত যে কোনো খেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। শাস্তি পাওয়া সবাইকে তিরস্কৃত করেছে ইসিবি। সেই সঙ্গে নিজ খরচে ইসিবির বর্ণবাদ ও বৈষম্যবিরোধী প্রগ্রামের কোর্স করার নির্দেশনা দেওয়া হয়েছে।