শ্যামল বণিক অঞ্জন
বসন্ত উৎসবে মেতে জীবনে লাগিয়ে অভিশাপের হাওয়া—
অঙ্গে পুষে চলো কাঁটা নীরবে!
অন্তর্বাসে সঞ্চিত যৌবনের প্রাচুর্য্য মোহের দামে বিকিয়ে—
ভিখারীর বেশে ঘুরে বেড়াও দ্বারে দ্বারে!
বখে যাওয়া আধুনিকতার আভিজাত্য আর অহমিকায় ডুবে—
পতন হয় একটি অধ্যায়ের,
মৃত্যু হয় অকালে শতসহস্র স্বপ্ন আশার।