
রফিকুল ইসলাম
ফাগুন এলো ফুলে ফুলে
পলাশ শিমুল বনে
ঋতুর রাণী সাজলো ফুলে
রঙ লেগেছে মনে।
কোকিল ডাকে ক্ষণে ক্ষণে
দখিনা সমীরণে,
মন যেতে চাই দূরে কোথাও
শুধুই অকারণে।
আমের মুকুল দোলে তালে
পাতার নূপুর পায়,
যাই ছুটে যাই আয়রে তোরা
শ্যামল সবুজ গাঁয়।
যেথায় কৃষ্ণচূড়ার ডালে ডালে
পাখিরা গাই গান
চোখ জুড়ানো ফুলের শোভা
বাতাসে তার ঘ্রাণ।