
হাফিজুর রহমান
নিশ্চয়ই খুশি হও, লাজুক মুখের স্বচ্ছ হাসি দেখে
ভেবেই নাও – জ্যোৎস্না রাতেও জোনাকি জ্বলে এখানে!
বুঝতে পারো না, এই হাসির ভেতরেও কষ্টের গল্প আছে
হারানোর যন্ত্রণা আছে, হতাশার একটা নীল আকাশ আছে
খোলা মাঠে ফুঁসে উঠে অগ্নি, গড়িয়ে আসা বাতাসে।
হাসি দেখেই খুশি হও, এসো না পর্দার আড়ালে!
বুঝতে এসো না, পৃথিবীটা দেখতে নয় পৃথিবীর মতন;
জেনে, কেউ বা না-জেনেই অভিনয় করে!
অভিনয়ের ধরণটা, একেকজনের এখানে একেক রকম।