
হুট করেই দেশের একঝাঁক তারকা শিল্পী উড়াল দিলেন আমেরিকায়। তারকাদের এ তালিকায় রয়েছেন চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিণ, শাহনাজ খুশি, চিত্রনায়ক ইমন, অভিনেতা পলাশ, ফারিয়া শাহরীনসহ আরও অনেকে। কথা ছিল শাকিব খান ও পূজা চেরিও যাবেন, কিন্তু ব্যক্তিগত কারণে তারা যুক্তরাষ্ট্রে যাননি।
জানা গেছে, ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে হচ্ছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা অ্যামাজুরা হলে বসছে এবারের আসর। সেখানেই পারফর্ম করতে ঢাকা থেকে ওড়ে গেছেন তারকারা। সেখানে পৌঁছানোর পর তারকাদের নিয়ে ‘রেড কার্পেট’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে বাহারি গাউন পরে মেহজাবীন, তিশা, ফারিণ, ফারিয়া শাহরীনদের হাঁটতে দেখা যায়। বক্তব্য দেন চঞ্চল, খুশি ও ইমন।
অনুষ্ঠানটির আয়োজক শো টাইম মিউজিক। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, ‘দর্শকের কথা বিবেচনা করে এবারের ঢালিউড অ্যাওয়ার্ডস জ্যামাইকার আমাজুরা হলের সুবিশাল অডিটোরিয়ামে হচ্ছে। বাংলাদেশ ও বহির্বিশ্ব মিলিয়ে প্রায় ৩০ জন তারকা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।’
ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ডসে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে থাকবে শিল্পীদের সংগীত পরিবেশনা। অভিনেতা-অভিনেত্রীরা গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নৃত্য পরিবেশন করবেন। আয়োজনে এবারই প্রথম যোগ দিচ্ছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি।