
বাংলাদেশের পতাকা উড়ালেন মেসি, বাংলাদেশি সমর্থকদের জন্য একটি ভার্চুয়াল উপহার
বাংলাদেশের পতাকা উড়ালেন লিওনেল মেসি। ফুটবলের কোনও সীমানা নেই- এই ছবি দিয়ে আবারও সেই বার্তা দিলো আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগ। ছবি পোস্ট করে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগের অফিশিয়াল পেইজের ক্যাপশনে লেখা হয়েছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ।’
জানা গেছে, বাংলাদেশি সমর্থকদের জন্য এমন ভার্চুয়াল উপহারের আয়োজন করেছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগ। মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতের এই ছবি বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে। সামাজিক মাধ্যমেও তা ভাইরাল হয়েছে।
মেসির হাতে নিজ দেশের পতাকা দেখে অবাক বাংলাদেশি ভক্তরা। প্রথমত, তারা ছবিটির সত্যতা নিয়ে বিভ্রান্তিতে আছে। কিন্তু ছবিটি আসলে ফটোশপে তৈরি।
মজার ব্যাপার হলো, ছবিটি কোনো বাংলাদেশি ভক্ত তৈরি করে নি। বাংলাদেশের অগণিত লিওনেল মেসি ও আর্জেন্টিনা সমর্থকদের ভালোবাসার প্রতীক হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেরাই ছবিটি তৈরি করে ফেসবুক ও টুইটারে শেয়ার করেছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পোস্ট করা ছবির কমেন্ট বক্সে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছেন অনেক আর্জেন্টাইন। এছাড়া তাদের ভার্চুয়াল উপহারের প্রশংসা করছেন বাংলাদেশের ভক্তরা।
এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই গোলের জয় পেয়েছে মেসি-ডি মারিয়ারা। বাংলাদেশে মেসির গোল উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
Lionel Messi 🤜🤛 Bangladesh
🇦🇷🇧🇩
That's it. That's the tweet. pic.twitter.com/5QJBYDIgVD— Liga Profesional Eng (@LigaAFA_Eng) November 28, 2022