আন্তর্জাতিকগণমাধ্যমবাংলাদেশ

বাংলাদেশে আরও বিরোধী দলীয় নেতা গ্রেপ্তার: এএফপির রিপোর্ট

শুক্রবার বাংলাদেশের প্রধান বিরোধী দল বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিপক্ষের পদত্যাগ আহ্বানের দাবিতে আলোচনা প্রত্যাখ্যান করার পর তাদের আরও তিনজন সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশকে কঠোর হস্তে শাসন করার অভিযোগ আছে শেখ হাসিনার বিরুদ্ধে।

ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবিতে প্রধানমন্ত্রীর শাসনের বিরুদ্ধে দেশজুড়ে গত এক বছরে ধারাবাহিক বিশাল সব প্রতিবাদ বিক্ষোভ করেছে বিরোধী এই দলটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শত শত সিনিয়র নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। তার ছেলে ইসরাফিল খসরু বলেছেন, (বৃহস্পতিবার) মধ্যরাতের দিকে গুলশানে আমার এক আন্টির বাসা থেকে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপি আরও নিশ্চিত করেছে দলের মুখপাত্র জহির উদ্দিন স্বপন এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, দলটির ঢাকার একটি ইউনিটের প্রধান আমিনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির সর্বোচ্চ পদে থাকা অন্যতম নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করার কয়েকদিন পর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। ২৮শে অক্টোবর বিরোধী দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে একজন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ আনা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেল দেয়া এবং তার ছেলে (তারেক রহমান) লন্ডনে নির্বাসনে থাকার পর থেকে দলের নেতৃত্বে সহায়তা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension