প্রধান খবরপ্রবাসবাংলাদেশযুক্তরাষ্ট্র

বাংলাদেশে সহিংসতায় নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে কনসার্ট

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিরীহ ছাত্র-জনতা নিহতের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ এখন উত্তাল। বহির্বিশ্বেও বাংলাদেশের ছাত্রদের এ আন্দোলনকে সংহতি জানিয়েছে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ব্যানার হাতে রাস্তায় বিক্ষোভ করেছেন। আন্দোলনকারীদের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অনেকে।

এবার বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কনসার্টের আয়োজন করেছে আমেরিকার জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা। তারা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রচারণা শুরু করে দিয়েছে।

‘শহীদ স্মরণে’ শিরোনামের এই কনসার্টটি মূলত আর্থিক তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। কনসার্টের একটি পোস্টার শেয়ার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ভেন্টএক্সআউট।

দেবাশীষ চক্রবর্তীর আঁকা পোস্টারটি শেয়ার করে ছবিতে লেখা হয়েছে, ‌‘কনসার্টের সব আয় সরাসরি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় মারা যাওয়া শিক্ষার্থীদের পরিবারকে দেওয়া হবে। এ আয়োজন বা আয়োজকদের মধ্যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বাই দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস।’

কনসার্টটি আগামী ১৮ আগস্ট দুপুর ১টায় জর্জিয়ার লিলবার্ন শহরের মিউজিক অন মেইন স্ট্রিটে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

পরবর্তীতে এই পোস্টার দেশের বেশ কিছু মিউজিক্যাল ব্যান্ডও তাদের পেইজে শেয়ার করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension