প্রবাস

বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার অন্তর্জাল আসর

গত ২৯শে ডি‌সেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার নবম শিল্প সাহিত্যের আসর ও আন্তর্জা‌তিক লেখক দিবসে ভার্চুয়ালি আ‌লোচনা অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ডি‌সি বই‌মেলার চিন্তক কব‌ি দস্তগীর জাহাংগির তুঘ্রীলের সভাপতিত্বে, লেখক আবু সাঈদ রত‌নের সূচনা বক্তব‌্য ও কব‌ি খালেদ সরফুদ্দীনের শুভেচছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন কব‌ি রওনক আফ‌রোজ ও কব‌ি রওশন হাসান। তাদের সঞ্চালনায় বাংলাদেশ কানাডা ও যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী লেখক, কবি, ছড়াকার, আবৃত্তিকার ও সংগীত শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রায় দুই ঘন্টা ব্যাপী স্থায়ী এই অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা কথামালা, ছন্দ, কাব্য ও সুরে অনুষ্ঠানে যারা সংযুক্ত ছিলেন তাদেরকে বিমোহিত করেন।

উল্ল‌েখ‌্য , প্রতিবছর ৩১ ডি‌সেম্বর আন্তর্জা‌তিক লেখক দিবস ঘোষণার দাব‌িকে কেন্দ্র কর‌ে ২১তম আন্তর্জা‌তিক লেখক দিব‌সের আ‌লোচনা , কব‌িতা পাঠ ও গা‌নের মুর্ছনায় নান্দনিক এই আয়োজনে বাংলাদেশ রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা বাংলা একা‌ডে‌মির মহাপ‌রিচালক কব‌ি মুহম্মদ নূরুল হুদা, কব‌ি সানাউল হক, কব‌ি ইউসুফ রেজা, দিনার মনি, বিমল সরকার, হোসাইন কবির, কব‌ি দস্তগির জাহাংগির তুঘ্রিল, কব‌ি সো‌নিয়া কা‌দির, কব‌ি সুস্ম‌তিা দেবনাথ, কব‌ি বেন‌জির সিকদার, কব‌ি আ‌নোয়ার সে‌লিম, কব‌ি ধনন্জয় সাহা, কথাশিল্পী শাহাব আহ‌মেদ, কানাডা থে‌কে কব‌ি মৌ মধুবন্তী, কব‌ি এ‌বিএম সা‌লেহউদ্দ‌িন,কব‌ি মিশুক সে‌লিম, কব‌ি ডাক্তার রওনক আফ‌রোজ, কবি সুমন শামসুদ্দ‌িন প্রমুখ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার সদস্য সচিব খালেদ সরফুদ্দীন, সমন্বয়ক আবু সাঈদ রতন এবং অনুষ্ঠা‌নের সভাপতি কব‌ি দস্তগীর জাহাংগির তুঘ্রীল শিল্পসাহিত্যের ভার্চুয়াল এই আয়োজন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উল্ল‌েখ‌্য , বাংলা‌দেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক কব‌ি মিশুক সে‌লিম আন্তর্জা‌তিক লেখক দিব‌সের মূল অনুষ্ঠা‌ন‌ে অংশগ্রহণের জন‌্য বাংলা‌দে‌শে অবস্থান কর‌ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension