
মনির চৌধুরী
বাংলা আমার মুখের বুলি বাংলা প্রাণের ভাষা
যে ভাষাতে কথা বলে মেটে মনের আশা।
যে ভাষাতে দোয়েল, কোয়েল, ময়না, টিয়া পাখি
কিচির মিচির কাকলিতে নিত্য ওঠে ডাকি।
যে ভাষাতে শিল্পী কবি সুর তুলে গান গায়
যে ভাষাতে চাষাভুষা মায়ের শোভা পায়।
রফিক, শফিক, সালাম, বরকত যে ভাষারই তরে
প্রভাতফেরির সমাবেশে জীবনটা দান করে।
যে ভাষাটি বাঙালিদের মুক্ত স্বাধীন প্রাণ
গুলবাগিচার জুঁই-চামেলির সুবাসিত ঘ্রাণ।
যে ভাষাটি লাল-সবুজের পতাকার ওই হাসি
দুষ্টু চপল রাখাল ছেলের মোহন সুরের বাঁশি।
যে ভাষাটি ছাব্বিশে মার্চ স্বাধীনতার গান
পদ্মা, মেঘনা, যমুনা নদীর উত্তাল কলতান।
কচিকাঁচা ছেলেমেয়েদের লগ্ন প্রভাতফেরি
ধরার বুকে বাঙালিদের একুশে ফেব্রুয়ারি।