শামসুন্নাহার সুমনা
বাবা আমার জীবন প্রদীপ,
আমার আলো আশা।
বাবার তরে হৃদয় মাঝে,
শত ভালোবাসা।
বাবার মাঝেই পাই যে আমি,
মায়ের আঁচল ছায়া।
বাবাই আমার এই জীবনে,
সবচেয়ে বড় মায়া।
বাবা ছাড়া নেই কিছু মোর,
বাবাই যে মোর সব।
বাবা ছাড়া শূন্য আমার,
সকল কলোরব।