
প্রবাস
বিএএসজের উদ্যোগে থ্যাঙ্কস্ গিভিং ডে উপলক্ষ্যে টার্কি বিতরণ
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফেয়ারমাউণ্ট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থ্যাংকস গিভিং ডে উপলক্ষে টার্কি বিতরণ করা হয়।
এছাড়া ‘ফুড ব্যাংক’ কার্যক্রমের আওতায় বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই খাদ্য সহায়তা কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সি।
কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদদীন পাঠান, মোঃ আইয়ুব, রহমান বাবুল,মনিরুজামান মনির, বেলাল হোসেন ভূঁইয়া, বেলাল উদ্দীন , আব্দুল জব্বার, আফিয়া নাসরিন, আমিন খান প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।