আনজানা ডালিয়া
এই প্রাণ ওই প্রাণে বাঁধা
বিচিত্র এক ধাঁধা
এমন মায়ায় জড়িয়ে নিলে
অদ্ভুত এক জ্বালা দিলে।
তুমি বিনে শূন্য এক খাঁচা যেন
ছেড়ে গেলে কোন্ অপরাধে, কেন?
একটু একটু করে হৃদয়টা মরে গেছে
একবার দেখে যেয়ো মরার বাকি কি রয়েছে।
এমন করে হারিয়ে যাব ভেতরে, বাহিরে
স্বর্ণালী দিনগুলো থেকে অতীত যাবে হেরে।