বিতর্ক খারাপের কথা স্বীকার বাইডেনের, ট্রাম্পকে হারানোর অঙ্গীকার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া প্রথম বিতর্কে পারফরম্যান্স খারাপ হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
এছাড়া বয়স হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি্ জাানি আমি আর যুবক নই। আমি আগের মতো বিতর্ক করতে পারি না।’
তারপরও এখনই হাল ছাড়তে নারাজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এরপরেও ট্রাম্পকে হারানোর অঙ্গীকার করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলাইনায় একটি র্যালিতে অংশ নিয়ে বাইডেন এসব কথা বলেন। খবর রয়টার্স।
র্যালিতে তিনি বলেন, “আমি আগের মতো সহজে হাঁটতে পারছি না, আমি আগের মতো সাবলীলভাবে কথা বলি না, আমি স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি, সেভাবে বলতে পারিনি। আমি যেভাবে বিতর্ক করে থাকি, সেভাবে করতে পারিনি।“
এ সময় র্যালিতে উপস্থিত সমর্থকেরা ‘আরও চার বছর’ বলে স্লোগান দেন। এ সময় ৮১ বছর বয়সী বাইডেন জানান, তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন যে আরও চার বছর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন।
এদিকে ভার্জিনিয়ায় একটি র্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বিতর্কে বড় জয় পেয়েছেন বলে দাবি করেছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ৪ কোটি ৮০ লাখ মানুষ টিভিতে এই বিতর্ক দেখেছেন।
র্যালিতে ট্রাম্প বলেন, ‘বাইডেনের সমস্যা তাঁর বয়স না। তাঁর দক্ষতা। সে পুরোপুরি অদক্ষ।’
প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (২৭ জুন) প্রথম টিভি বিতর্কে অংশ নেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন-এর আটলান্টা স্টুডিওতে ওই বিতর্কে তারা তীর্যক ভাষায় একে অপরকে ঘায়েল করার চেষ্টা করেন।
এ বিতর্ক প্রতিযোগিতায় ভালো করতে পারেননি বাইডেন। কথা বলতে গিয়ে বারবার হোঁচট খেয়েছেন। এই সুযোগে ট্রাম্প অনবরত একের পর এক যুক্তি দিয়ে বাইডেনকে নাস্তানাবুদ করেছেন।
অভিযোগ, পাল্টা অভিযোগ আর নানা নির্বাচনী প্রতিশ্রুতির মধ্য দিয়ে গত বৃহস্পতিবার শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী বিতর্ক। বিশ্লেষকেরা বলছেন, এই বিতর্কে বার বার হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আর ট্রাম্প করেছেন একের পর এক মিথ্যাচার।