
ভালো লাগা তোমার মুখমণ্ডলে
চিবুকে পুবের হাওয়া বয়ে যায়,
কোন সে রাতের প্রিয় অভিসারে
তোর লাগি প্রিয় পরাণ কাঁদায়!
বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া
তোর তনু মনে সৌরভ খোঁজে,
তব অনুরাগে দ্বিতীয়ার চাঁদ
গোধূলি গগনে আনমনে হাসে।
একে একে জাগে ধ্রুবতারা
রাতের কুয়াশা নিয়ে,
মরসুমী শীত কথা কয়
ভোরের শিশির মাপে।
শরীরের চেনা উষ্ণতা
ভেঙে যায় প্রিয় মনের জড়তা।
কত শত রাত কেটে গ্যাছে
প্রিয়, তীব্র বিরহে
তোমার হৃদয়ে আজ রাতে
উৎসব জাগে, তাই…
অজানা আবেগ অনুসন্ধানে
লুকিয়ে বেড়াই
মধুর তোমার চরণের কাছে
হয়নি তো ঠাঁই।