
‘বিদ্বেষমূলক বক্তব্য’র অভিযোগে ফ্রান্সে ইমাম বহিষ্কার
‘বিদ্বেষমূলক বক্তব্য’র অভিযোগে মরক্কো বংশোদ্ভূত এক ইমামকে বহিষ্কারের রায় দিয়েছে ফ্রান্সের আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইহুদি সম্প্রদায় ও নারীদের নিয়ে ঘৃণা ও বৈষম্যমূলক বক্তব্য প্রচার করেছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, এ অভিযোগে হাসান ইকুইউসেন নামে ওই ইমামকে ‘বহিষ্কারাদেশ’ দেয় ফ্রান্সের আদালত। তবে গত জুলাই মাসে প্যারিসের আদালত বহিষ্কার আদেশ বাতিল ঘোষণা করে আরেকটি রায় দিয়েছিল।
মঙ্গলবারের এ রায়ের মাধ্যমে আদালত পূর্বেকার ‘বহিষ্কার আদেশ’ রহিত করে।
হাসানের আইনজীবী লুসি সাইমন রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, আইনি লড়াই এখনো শেষ হয়নি। ইউরোপীয় মানবাধিকার আদালতে যাবেন বলে জানান তিনি।
গত সপ্তাহে একটি দীর্ঘ শুনানির সময় সাইমন ইমামের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে তার মন্তব্যকে আইনশৃঙ্খলার জন্য তেমন কোনো হুমকি বলে মনে করেন না তিনি। ।
এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন আদালতের রায়কে ‘প্রজাতন্ত্রের জন্য একটি বড় বিজয়’ বলে অভিহিত করেছেন। ইমাম হাসানকে দেশের মাটি থেকে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেন তিনি।
মরক্কো বংশোদ্ভূত ৫৮ বছর বয়সী ইমাম হাসান ফ্রান্সে জন্মগ্রহণ করেন। পরিবারসহ তিনি এখানে বসবাস করে আসছেন। যদিও ফ্রান্সে তার জাতীয়তা নেই।