
ফারজানা ইয়াসমিন
জীবনের এতোগুলা দিনপঞ্জি ঘুরে
শেষ সীমানায় এসে রচিত হলো,
এক বিয়োগান্ত অধ্যায়।
নিস্তব্ধতা বিদীর্ণ করে মনের কার্ণিশে
স্বচ্ছ জলে সাঁতার কাটে,
মাছরাঙা মন তৃষ্ণায়।
হৃৎপিণ্ড জুড়ে বিষণ্নতার দীর্ঘশ্বাস
একাকী বিরহী মনের অব্যক্ত কাব্য,
ঝরে পড়ে পাতা ঝরা দিনের মতো।
চিরযৌবনা রোদেলা দিন হারায়
ধূসর কুয়াশায় ঢাকা পথের বাঁকে,
মনকানা ভালোবাসা মিথ্যায় জড়িয়ে।
চেনা জীবনের অলিগলিতে ওঁত পেতে
চোরা কাটা বসে আছে ঘাপটি মেরে,
অদৃশ্য আঘাত ক্ষত বিক্ষত করে।
অপেক্ষায় থাকে অবাধ্য মন
হারানো জীবনের কাঙ্ক্ষিত প্রহরের,
স্মৃতি শুধু চাপা আগুন উসকে তোলে।