
‘ব্ল্যাক উইডো’র রেকর্ড
কভিডের কারণে পিছিয়ে দেয়া হয়েছিল মার্ভেলের বহুল প্রতীক্ষিত ‘ব্ল্যাক উইডো’। তবে মুক্তির পর ভীষণ জনপ্রিয়তা পায়। সিনেমা হলের পাশাপাশি ওটিটিতে পেয়েছে সমাদর। ফলাফলে এখন পর্যন্ত ডিজনি প্লাসে সবচেয়ে বেশিবার সার্চ করা মুভি এটি।
সম্প্রতি একটি ম্যাগাজিনের সমীক্ষায় বলা হয়েছে, ‘ব্ল্যাক উইডো’ ডিজনি প্লাসে চাহিদার শীর্ষে থাকা ছবি। যুক্তরাষ্ট্র, কানাডা ও পশ্চিম ইউরোপসহ ৯৯টি দেশে ডিজনিতে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এ সুপারহিরোইন ছবি।
এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন। ‘ব্ল্যাক উইডো’ মুক্তির পরপরই ডিজনির সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। আগে থেকে আশঙ্কা ছিল, সিনেমাটি প্রেক্ষাগৃহের সঙ্গে ওটিটিতে মুক্তি পেলে লভ্যাংশ কমে যেতে পারে। হয়েছিলও তাই। পাইরেসির কারণে ক্ষতি হয় প্রায় ৬০ কোটি ডলার। মুক্তির পর থেকে এখন পর্যন্ত ছবিটি আয় করেছে প্রায় ৩৮ মিলিয়ন ডলার। মার্ভেলের খুব কম ছবিই এত কম লভ্যাংশ এনে দিয়েছে।
ওটিটিতে মুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে গত বছর চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে মামলা করেন স্কারলেট। অভিযোগে বলা হয়, ওয়েবে মুক্তি দিয়ে ডিজনি তাদের গ্রাহক বাড়িয়ে নিতে চাইছে। এর মাধ্যমে ডিজনি লাভবান হলেও সিনেমা হলে দর্শক কমে যাবে। ফলে তার আয়ও কমে যাবে। আর এ জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন স্কারলেট জোহানসন। অবশ্য পরে লস অ্যাঞ্জেলসের আদালতে বিষয়টি মিটমাট হয়।
গত বছরের ৯ জুলাইয়ে ছবিটি যুক্তরাষ্ট্রের সিনেমা হল এবং ওটিটি প্লাটফর্মে একসঙ্গে মুক্তি পায়।
‘ব্ল্যাক উইডো’র পর সবচেয়ে বেশি খোঁজা ছবির তালিকায় রয়েছে ক্রুয়েলা, লুকা ও রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন।