ভারত

ভারতে আলিগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড়

ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস হয়েছে। গত মঙ্গলবার (৭ নভেম্বর) আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিংগাল এ সংক্রান্ত তথ্য জানান।

চলতি সপ্তাহে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বৈঠকে আলিগড়ের নাম পরিবর্তনের এই প্রস্তাব পাস হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিংগাল গত মঙ্গলবার বলেন, ‘গত রোববার বৈঠকের সময় আমাদের কাউন্সিলর সঞ্জয় পন্ডিত আলিগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব করেন। এতে সকল কাউন্সিলর সর্বসম্মতভাবে সমর্থন জানান। প্রস্তাবটি এখন বিবেচনার জন্য সরকারের কাছে পাঠানো হবে।’

মেয়রের উদ্ধৃতি দিয়ে শীর্ষস্থানীয় একটি সংবাদপত্র বলেছে, ‘প্রস্তাবটি সকল কাউন্সিলর সর্বসম্মত সমর্থন করেছে এবং এটি এখন বিবেচনার জন্য সরকারের কাছে জমা দেওয়া হবে। আমরা আশা করি, সরকার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেবে। আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল।’

সংবাদমাধ্যম বলছে, আলিগড়ের নাম পরিবর্তনের প্রস্তাবটি ২০২১ সালে জেলা পঞ্চায়েত সভায় অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠানোর পর সেটি আর এগিয়ে যায় নি।

তবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন আলিগড় নাগরিক সংস্থা এখন আবারও নাম পরিবর্তনের এই বিষয়টিকে পুনরুজ্জীবিত করছে। আলিগড় এবং মঈনপুরি জেলা পরিষদও ২০২২ সালেও একই রকম প্রস্তাব পাস করেছিল বলে সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে।

মঈনপুরি জেলা পরিষদ মঈনপুরির নাম পরিবর্তন করে মায়ানগর করার চেষ্টা করেছিল। মঈনপুরি জেলা পরিষদের সভাপতির মতে, জেলাটি মূলত ঋষি মায়ানের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল তাই এর নাম পরিবর্তন করে মায়ানগর রাখা উচিত।

অবশ্য এবারই প্রথম নয়। ভারতের উত্তরপ্রদেশে এর আগেও বহু স্থান ও শহরের নাম পরিবর্তন করা হয়েছে। আর এই দুটি জেলার নাম পরিবর্তন করা হলে তা কেবল উত্তরপ্রদেশে নাম পরিবর্তনের যে দীর্ঘ তালিকা রয়েছে, সেটিতে এই নামও যোগ দেবে।

এর আগে ২০১৮ সালে ৩০০ কোটি রুপিরও বেশি ব্যয়ে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা হয় এবং ১৫৬ বছর বয়সী মুঘলসরাই জংশনের নাম পরিবর্তন করে প-িত দীনদয়াল উপাধ্যায় জংশন করা হয়। এছাড়া ২০২১ সালে ফয়জাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা জেলা করা হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension