ভারত

ভারতে হিন্দু মেয়ের সাথে কথা বলায় মুসলিম শিক্ষার্থীকে মারধর

ভারতে হিন্দু মেয়ের সাথে কথা বলার অভিযোগে একজন মুসলিম শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে জানা গেছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডওয়া জেলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

সম্প্রতি টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে একদল হিন্দু যুবককে মুসলিম এক তরুণকে নির্মমভাবে ঘুষি, চড় মারতে দেখা গেছে। পরে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়।

শাহবাজ নামের ছেলেটি মধ্যপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী বলে জানা গেছে। খবরে বলা হয়েছে, শাহবাজ তার গ্রামের এক হিন্দু মেয়ের সাথে কথা বলছিলেন এবং তারা বই নিয়ে আলোচনা করছিলেন।

হামলাকারী যুবকরা হিন্দু জাগরন মঞ্চ নামের একটি কট্টরপন্থী হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে। এই সংগঠনটির বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে বিভিন্ন হয়রানির অভিযোগ রয়েছে।

১৭ জানুয়ারি হিন্দুত্ব ওয়াচ নামের একটি রিসার্চ গ্রুপ টুইটারে এই ভিডিও শেয়ার করে। এই গ্রুপটি ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবেদন পর্যবেক্ষণ করে এবং সোশ্যাল মিডিয়ায় তা প্রকাশ করে থাকে।

সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের পিস এন্ড কনফ্লিক্ট রিসার্চ বিভাগের অধ্যাপক অশোক সোয়াইনও মুসলিম শিক্ষার্থীকে মারধরের এই ভিডিও শেয়ার করেছেন।

১৯ জানুয়ারি, বৃহস্পতিবার শাহবাজ সাংবাদিকদের বলেন, ‘এসএন কলেজের কাছে কয়েকজন এসে আমার নাম জিজ্ঞেস করে এবং আমাকে অপহরণ করে নিয়ে যায়। তারা আমাকে মেগামার্ট মলের পার্কিং লটে নিয়ে গিয়ে থাপ্পড় মারতে শুরু করে। তিন ঘণ্টা ধরে মারধরের পর আমাকে ছেড়ে দেওয়া হয়। যাওয়ার আগে তারা আমার নগদ অর্থ নিয়ে গেছে। তারা আমার বিরুদ্ধে স্থানীয় পুলিশের কাছে মিথ্যা অভিযোগও দায়ের করেছে।’

হিন্দুত্ববাদী ওই যুবকদের অভিযোগ, শাহবাজ আনন্দ ছদ্মনামে হিন্দু তরুণীকে উত্ত্যক্ত করছিল। তবে এই তথ্যটি মিথ্যা এবং এর কোনো সত্যতা নেই বলে দাবি করেছেন শাহবাজ। একই দিনে তিনি পাল্টা অভিযোগ দায়ের করে জানান, তাকে একদল লোক অপহরণ করেছে এবং প্রায় তিন ঘণ্টা ধরে মারধর করেছে।

শাহবাজ খান্ডওয়ার সিটি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতে মুসলমানদের ওপর হামলার ঘটনা বেড়েছে। প্রতিনিয়ত বিভিন্ন কারণে নির্যাতিত হচ্ছেন দেশটির বৃহত্তম সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension