ভারতে ১২২ বছরের মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারি
ভারতে ১২২ বছরের মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারি ছিল গত মাসে। এ সময় সারা দেশে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ০ দশমিক ৮১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) কর্মকর্তারা জানিয়েছেন, ১৯০১ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখছে আইএমডি। এতে দেখা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাব অনুসারে এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ উষ্ণ ফেব্রুয়ারি মাস ছিল এবার। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল হিসেবে ধরা হলেও এখন শীতের প্রকোপ শুধু জানুয়ারিতে এক মাসে এসে ঠেকেছে দেশটির বিভিন্ন স্থানে।
আইএমডি বলছে, চলতি বছর ভারতের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস হতে পারে মার্চ থেকে মে। উত্তর-পূর্ব ভারত, পূর্ব ও মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার উচ্চ সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আগামী তিন মাসের মধ্যে ও এর পার্শ্ববর্তী উত্তর-পশ্চিম ভারতের অনেক অঞ্চলে তীব্র দাবদাহের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।
মে ও জুন মাসে ভারতে সাধারণভাবেই তীব্র গরম ও তাপপ্রবাহ ঘটে। কিন্তু গত বছরের মতো, এই বছরের শুরুতেই উষ্ণতা শুরু হবে বলে অবস্থাদৃষ্টে মনে করছেন আবহাওয়াবিদরা। গত মার্চ ছিল ১৯০১ সালের পর থেকে ভারতের সবচেয়ে উষ্ণতম মাস। বিশেষজ্ঞরা বলেছেন, ভারত এখন আরও তীব্র এবং ঘন ঘন তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে দীর্ঘ সময়ের জন্য।
গত বছর অসময়ে গরম আবহাওয়ার প্রভাবে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং স্থানীয় দাম বেড়ে যাওয়ার পর ভারত গম রপ্তানি নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল।
গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাই এরই মধ্যে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার এই বছরের ফসলের ওপর উচ্চ তাপমাত্রার প্রভাব নিরীক্ষণের জন্য একটি কমিটিও গঠন করেছে।
এ ছাড়া অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রাও গত বছর বিদ্যুতের চাহিদা বেড়ে গিয়েছিল, যার ফলে অনেক রাজ্যে বিদ্যুৎ বিভ্রাট হয়। এই বছরও গত কয়েক সপ্তাহে বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বাড়ছে।
পাশাপাশি যাদের প্রায়ই বাইরে কাজ করতে হয় সেই সব দরিদ্র মানুষের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন চিকিৎসকরা। গত বছর মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে ভারতে ২০০০-২০০৪ এবং ২০১৭-২০২১ সালে চরম তাপপ্রবাহের কারণে মৃত্যুহার ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।