ভারতে ২ বাংলাদেশি গ্রেপ্তার
অবৈধভাবে ভারতের প্রবেশের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। পরে রোববার (০৮ সেপ্টেম্বর) তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বরূপনগরের বাংলাদেশ-ভারত গাবোরডা সীমান্তে ১০২ নম্বর ব্যাটেলিয়ান সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা টহল দেয়ার সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে দুজন ভারতে প্রবেশ করে। তবে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে, কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরে ওই দুইজনকে আটক করে স্বরূপনগর থানা পুলিশ হাতে তুলে দেয় সীমান্তরক্ষী।
অন্যদিকে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে একজন ভারতীয় নারী অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। তখন কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকেও আটক করা হয়। পরে ওই নারীকে স্বরূপনগর থানা পুলিশ হাতে তুলে দেন।