ভারত

ভারত-চীন আবারও যুদ্ধ বাধাবে?

লাদাখ সীমান্তের ওপারে সেনাবাহিনীর হাত শক্তিশালী করছে চীন। এমন খবর পেয়ে ভারত ও চীনের আশু সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয় পুলিশ।

এ নিয়ে একটি প্রতিবেদন লাদাখ পুলিশের শীর্ষ কর্তাদের একটি সম্মেলনে প্রকাশ করা হয়েছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পুলিশের শীর্ষকর্তাদের ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

খবরে বলা হয়েছে, ওই সম্মেলনে ছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গেছে, ভারত ও চীনের মধ্যে পুলিশ বিভাগ সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি সেনাবাহিনী।

বছর দুয়েক আগেই ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে গালওয়ান উপত্যকায় হাতাহাতি বাধে দু’দেশের সেনার মধ্যে। ২০২০ সালের জুন মাসে সেই ঘটনায় ভারতের ২৪ জন সৈন্য মারা যান।

অভিযোগ ছিল, চীনের সেনা লোহার রড, পাথর, পেরেক লাগানো লাঠি নিয়ে হামলা চালায় ভারতীয় সেনাদের ওপর। পাল্টা মোকাবিলা করে ভারতীয় সেনাও। ওই ঘটনায় বেশ কয়েকজন চীনা সেনা নিহত হলেও তা স্বীকার করেনি বেইজিং।

ভারত ও চীন সীমান্তে ওই সংঘর্ষ নিয়ে দীর্ঘদিন উত্তেজনা চলে। লাদাখ পুলিশের রিপোর্ট বলছে, ২০২০ সালের তুলনায় এবার আরও বেশি প্রস্তুতি নিচ্ছে চীনা সেনা। সীমান্তে সেনা পরিকাঠামো উন্নত করার দিকে জোর দিচ্ছে দেশটি।

রিপোর্টটি প্রকৃতপক্ষে গোপন গবেষণাপত্র। যেখানে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি যাচাই করা হয়েছে। সীমান্ত পুলিশ এবং স্থানীয় পুলিশের থেকে সংগৃহীত সীমান্ত সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতেই হয়েছে যাচাই প্রক্রিয়া। তাতে এতদিন যেভাবে ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, লাদাখ পুলিশের ওই রিপোর্ট তারা হাতে পেয়েছে। কিন্তু এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে জানতে চাওয়া হলে তাদের প্রতিক্রিয়া মেলেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি।

সংবাদ সংস্থাটি যদিও ওই রিপোর্ট উদ্ধৃত করে জানিয়েছে, সরকারের চাপে পড়ে এবং লাদাখে সীমান্ত বিস্তারে চীনের আগ্রহের দরুণ চীন ওই এলাকায় সেনা পরিকাঠামো বাড়াতেই থাকবে। যার জেরে দু’দেশের মধ্যে ঘন ঘন সংঘর্ষ হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension