ভারত

‘ভারত প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছে’

ঘনিষ্ঠ প্রতিবেশী দুই দেশের মধ্যে অনেক সমস্যা থাকে, সমাধানও আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মহানবী (সা.)কে নিয়ে ভারতীয় এক রাজনীতিকের অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের ধর্মপ্রাণদের মনে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তার প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুখের বিষয় হচ্ছে ভারত প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছে, যাতে এর রেষ ধরে কোথাও কোনো ধরনের অস্থিতিশীলতা বা উত্তেজনা না হয়।

গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী এ মন্তব্য করেন। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের স্মরণে ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে মন্ত্রী মোমেন নয়াদিল্লিতে অনুষ্ঠেয় যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক বিষয়েও কথা বলেন।

আগামী ১৯শে জুন দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে জেসিসির সপ্তম বৈঠক হওয়ার কথা রয়েছে। জেসিসি বৈঠকে কোন বিষয়গুলো আলোচনায় আসবে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ভারতের সঙ্গে অনেক বিষয় রয়েছে। আবার অমীমাংসিত বিষয়ের মধ্যে রয়েছে পাটের ওপর অ্যান্টি ডাম্পিং, সীমান্ত ইস্যু ও জ্বালানি নিরাপত্তার নতুন ইস্যু। উল্লিখিত ইস্যুগুলো ছাড়াও দুই দেশের সম্পর্কের রুটিন বিষয়াদি পর্যালোচনা (স্টক টেকিং) হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের সবসময় যেসব আউসস্টেডিং ইস্যু আছে, সেগুলো নিয়ে আলাপ হবে। পাটের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক, নদী নিয়ে আলাপ হবে, বর্ডার ইস্যু, এনার্জি সিকিউরিটি; এটা নতুন ইস্যু। আগের ইস্যু নিয়েও আলাপ হবে আলাপের পরিধি অনেক বৃহৎ, অনেক অনেক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension