
খেলা
ভারত ১৮৬ অলআউট, সাকিবের ৫ উইকেট
১৮৬ রানে আটকে গেল ভারত। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে বেশিদূর যেতে পারেননি রোহিত শর্মার দল।
কোটার পুরো ৫০ ওভারও খেলতে পারেনি লম্বা ব্যাটিং লাইন আপের ভারত। বল হাতে সাকিব আল হাসান পুরো ম্যাচকে যেন সাকিব বনাম ভারত বানিয়ে দেন। ১০ ওভারে ৩৬ রানে ৫ উইকেট পান সাকিব। পেসার এবাদত হোসেনও ক্যারিয়ার সেরা ৪৭ রানে ৪ উইকেট তুলে নেন।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রান। মিরপুরের স্লো বাউন্সের উইকেটের সঙ্গে সিরিজের প্রথম এই ম্যাচে খাপ খাওয়াতে পারেনি ভারত। দলের ১৮৬ রানের মধ্যে সর্বোচ্চ ৭৩ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান কেএস রাহুল। ৭৩ বলে ৭০ রান করেন তিনি।
ইনিংসের শুরু থেকে উইকেট হারাতে শুরু করা ভারতীয় দল কোনো সময়ে বিপদ কাটিয়ে উঠতে পারেনি।