
জসীম উদ্দীন মুহম্মদ
রক্তের বর্ণমালায় লেখা হলো একুশে
শব্দগুলি ডানা মেলে উড়ে গেল আকাশে
আগুনের ফুলগুলো ফুটেছিল রমনায়
ভাষার পুঁজি জ্বলছিল অবিরাম কান্নায়।
শহরটা কাঁদছিল নীরবে মুখে কুলুপ আঁটা
হৃদয়ের গহীনে ঢুকেছিল শোকের কাঁটা
কালো তীরের মতোন ছুটেছিল গুলি
ভাষার জন্য প্রাণ দিয়েছিল যুবকগুলি।
একটি নতুন ভোর জাগলো অবশেষে
ভাষার জয়ধ্বনি গেয়ে উঠল মুক্তিবেশে
শব্দগুলি তারকা হয়ে ঝিকঝিক করে
আকাশে লেখা হল ভাষা স্বপ্নডানার তরে।