
মধ্য অ্যালাবামায় ঘূর্ণিঝড়ে নিহত অন্তত ৬
যুক্তরাষ্ট্রের মধ্য অ্যালাবামায় ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টিতে প্রাণ হারিয়েছে অন্তত ছয়জন। স্থানীয় কর্মকর্তারা এ হতাহতের খবর নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য দেননি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঝড় আঘাত হানে মার্কিন অঙ্গরাজ্যটিতে। ছয়টি কাউন্টিতে সে সময় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
রয়টার্সের প্রতিবেদন বলছে, ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিতে বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। জর্জিয়া, মিসিসিপি ও অ্যালাবামার হাজারো বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
জর্জিয়ার হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং নর্থ ক্যারোলাইনার শার্লট ডগলাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আড়াইশরও বেশি ফ্লাইট বিলম্বিত ও বাতিল করা হয়েছে।
অ্যালাবামা অঙ্গরাজ্যের গভর্নর কে ইভে টুইটারে লিখেছেন, ‘অঙ্গরাজ্যকে তছনছ করে দিয়ে যাওয়া ঝড়ে ছয় অ্যালাবামার বাসিন্দার মৃত্যুর খবরে আমি শোকাহত। তাদের প্রিয়জনদের জন্য এবং স্থানীয় বাসিন্দাদের জন্য প্রার্থনা করছি। আমরা বৈরী আবহাওয়ার সঙ্গে পরিচিত। আমাদের জনসাধারণ সহনশীল। আমরা এ পরিস্থিতিতেও উতরে যাব এবং দৃঢ় থাকব।’
সূত্র : রয়টার্স