হয়তো আবার শেষ বিকেলের পথ
ঢাকবে নতুন কৃষ্ণচূড়ার লাল।
এই ফাগুনের সহজপাঠের পাতায়
সবটা জুড়ে টুকরো অতীতকাল।
হয়তো আবার আসবে নতুন কুঁড়ি
স্মৃতিতে যার খুব চেনা শীতঘুম
মায়ার কাজল লেপ্টে দুচোখ যখন
আগলে নেবেই যত্নে এ মরশুম।
হয়তো আবার প্রাণের ছোঁয়া পেয়ে
সান্ধ্যকালীন কোনো এক সংলাপে,
উষ্ণতা পাবে মুঠোফোনে জমা স্মৃতি
এক দুই করে পারদ মেপে মেপে।
তবুও কেন পুড়ছে ভেতর দেশ
দু’চোখে ঘুম বাড়ছে ক্রমে রাত,
সেই তো আবার ফিরবি একাই তবে
কি বুঝে তুই বাড়িয়ে ছিলিস্ হাত?