
শাহীন খান
বৃষ্টিটা এলো বলে হাসে বাঁশ ঘাস
আরো জোরে হেসে দিলো মাছরাঙা, হাঁস।
হৃদ হলো কবি কবি পুলকিত সব
দীঘি জলে ডাহুকের সে কি কলরব!
উড়ুমেঘ খেলা করে কাকে যেন ডাকে
হাওয়া এসে বুকে আহা নানা ছবি আঁকে।
রাখাল গরুর পাল নিয়ে যায় ঘরে
দুষ্টুরা দিনমান ভেলাতে যে চড়ে।
পানকৌড়ি খেলা করে ডিম পাড়ে নিতি
কৃষকের মন থেকে কেটে যায় ভীতি।
বর্ষাটা এলো বলে সজীবতা বাড়ে
যেদিকে তাকাই আহা মন শুধু কাড়ে!