শাহজালাল সুজন
মানুষ এখন রঙিন ফানুস
মনুষ্যত্ব হচ্ছে ক্ষয়,
বোধের ঘরে খিড়কি দিয়ে
ভ্রষ্ট পথে করছে জয়।
অক্ষি রঞ্জক হিংসার ধোঁয়া
হৃদয় পুড়ে করে ছাই,
তপ্ত লাভার অনল দাহে
সুখ ফোয়ারা দূরে পাই।
খণ্ডিত আজ অখণ্ডতায়
হিংস্র থাবায় করে শেষ,
বিক্ষত আজ শব্দের ভাঁজে
কাটে নাতো কান্নার রেশ।
খোলস দিয়ে আবৃত আজ
মৌনতা হয় শব্দের বাক,
শিকল ভেঙে বজ্র আওয়াজ
যাবে সকল মিথ্যার ফাঁক।
মানুষ ছেড়ে মানবতার
পোস্টমর্টেমটা হলে আজ
জীবন্ত লাশ দেখতে পাবে
চেতনাতে ভুলের খাঁজ।