বাংলাদেশমনের প্রতিধ্বনি

‘মামুনুল ১৩টি বিয়ে করেছে’- সন্দেহ তসলিমার!

হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের নারী কেলেঙ্কারি নিয়ে গত এক সপ্তাহ ধরে দেশজুড়ে আলোচনায় আছেন।

নারায়ণগঞ্জের রিসোর্টে ধরা পড়ে তার দ্বিতীয় বিবাহের খবর আসার পর এবার তৃতীয় বিয়ের খবরও শোনা যাচ্ছে। নারীলোভী এই ব্যক্তিকে নিয়ে সোশ্যাল সাইটে সমালোচনার পাশাপাশি চলছে নানারকম হাস্যরস, ট্রল। এবার ট্রোলিংয়ে যোগ দিয়েছেন তসলিমা নাসরিন।

রবিবার সন্ধ্যায় তসলিমা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘মামুনুল হকের যত ফোনালাপ ফাঁস হচ্ছে, তত তিনি দাবি করছেন তিনি তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। এক দুই তিনটি হলো বিয়ে। একটি বৈধ বিয়ে, বাকি দুটো অবৈধ বা শরিয়তি বিয়ে’।

তসলিমা আরো লিখেছেন, ‘ফোনালাপ যদি আরো দুটো ফাঁস হয়, তবে তো তিনি চতুর্থ এবং পঞ্চম বিয়েরও দাবি করবেন।

চারটে বিয়ের বেশি তো ইসলামী আইনে করা যায় না। রকম সকম দেখে আমার তো সন্দেহ হচ্ছে মামুনুল হক গোপনে ১৩টি বিয়ে করেছেন। বলা যায় না, নিজেকে হয়তো তিনি নবী মনে করেন’।❐



বিশেষ দ্রষ্টব্য : এই বিভাগে প্রকাশিত লেখার সমস্ত দায়ভার একমাত্র লেখকের

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension