
মাগো তুই আদরমাখা এক টুকরা সুবাস মাটি
তোর জন্য করতে পারি পাঁজরখানা শীতলপাটি।
অন্ধকারের আলো হয়ে ফোটাবো তোর মুখে হাসি
দুঃখগুলো কেড়ে নিয়ে সাগর জলে দেবো ভাসি।
স্বপ্নটুকু ছুঁয়ে দিয়ে গাইবো আবার নতুন সুরে
বুকের ভিতর রাখলে তোরে কেমন করে যাবি দূরে?
নিঝুম রাতের নির্জনতায় হিয়ার মাঝে রাখবো ছবি,
ঘোরতমসার রাত পোহায়ে উঠবে হেসে সোনার রবি।
হাসনা-বেলীর গন্ধে যদি ঘুম না আসে রাতের বেলা
আঙিনাতে বসবে আসর গান শোনাতে পাখির মেলা।
তখন যদি চুপটি করে মুখটি রাখিস পিছন ঘুরে,
দু’চোখ ভরা অশ্রু নিয়ে ডাকবো তোরে করুণ সুরে।
থাকতে যদি না পারিস মা একটুখানি আমায় বলিস
বাদরামীটা ভুলে গিয়ে জাপটে ধরে আদর করিস।
অভিমানের গালটি টিপে এনে দেবো এক খিলিপান,
কপাল জুড়ে মিষ্টি চুমোই ভেঙে যাবে সব অভিমান।