সুশান্ত কুমার দে
শারদ ভোরে দোলায় চড়ে
মায়ের আগমন,
খুকু সোনা রাগ করো না
কি করেছ পণ?
নতুন জামা আনছে মামা
মামী হাই হিল,
দাদু ভেবে— কি আর দেবে
মিষ্টি হেসে কিল?
বাবার কাছে বায়না আছে
কানে সোনার দুল,
মা’র কাছে আর কি আছে
চাই খোঁপার ফুল।
ঠাকুর মা, আর পারে না
তবুও দেবার আশে,
মুরগি দুটো নানান ছুতো
বেচে ফড়ের কাছে।
চল্ না সবাই মার্কেটে যাই
বাজল ঢাকের সুর,
শিউলী ফোটে গন্ধ ছোটে
মা আর কত দূর?