
মারা গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা
মারা গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, বয়স হয়েছিল ৯৯ বছর। খবর হিন্দুস্তান টাইমস।
‘ঈশ্বরের চরণে বিশ্রাম নেবেন অপরূপ শতায়ু’ আজ সকালে টুইটারে এমন একটি বার্তা লিখে খবরটি জানান মোদি।
শততম জন্মদিন পালনের পর চলতি মাসের শুরুর দিকে দ্বিতীয় দফার গুজরাট বিধানসভা ভোটের আগেরদিন মায়ের সঙ্গে দেখা করেছিলেন মোদি।
গত ২৮ ডিসেম্বর হীরাবেনকে গুজরাটের ইউ এন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। গতকাল শারীরিক অবস্থার উন্নতির কথা জানালেও আজ সকালে পাওয়া গেল মৃত্যুর খবর।
টুইটারে মায়ের ছবি পোস্ট করে মোদি লেখেন, ‘ঈশ্বরের চরণে বিশ্রাম নেবেন অপরূপ শতায়ু। মায়ের মধ্যে আমি সবসময় তিনটি সত্তা অনুভব করতে পেরেছি- তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগী এবং মূল্যবোধের প্রতি জীবন উৎসর্গ করা।’
১৯২৩ সালের ১৮ জুন হীরাবেনের জন্ম। চলতি বছর শততম জন্মদিন পালন করেছিলেন তিনি।
মায়ের মৃত্যুর খবর পেয়ে আহমেদাবাদের উদ্দেশে রওনা দেন মোদি। ৭ হাজার ৮০০ কোটি রুপির একাধিক প্রকল্পের উদ্বোধন ও বেঠকে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় আসার কথা ছিল তার। সংবাদ সংস্থা এএনআই জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সব অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি।