যুক্তরাষ্ট্র

মারা গেলেন সাবেক ফার্স্টলেডি রোজালিন কার্টার

বেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রবিবার বিকালে ৯৬ বছর বয়সী সাবেক এই ফার্স্টলেডির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জিমি কার্টারের প্রতিষ্ঠান কার্টার সেন্টার। খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

কার্টার সেন্টার এক বিবৃতিতে জানায়, মৃত্যুর সময় রোজালিন তার পরিবারের সঙ্গে ছিলেন। গত মে মাসে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হন রোজালিন। গত ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার একটি সেবাদান কেন্দ্রে ৯৯ বছর বয়সী স্বামীর সঙ্গে ছিলেন রোজালিন।

স্ত্রীর মৃত্যুর পর রোজালিন কার্টার সম্পর্কে জিমি কার্টার বলেন, আমি যা কিছু করেছি তাতে রোজালিন আমার সমান অংশীদার ছিলেন। যখন আমার প্রয়োজন ছিল তখন তিনি আমাকে নির্দেশনা এবং উৎসাহ দিয়েছেন। যতদিন রোজালিন পৃথিবীতে ছিলেন, আমি সবসময় জানতাম যে কেউ আমাকে ভালোবাসে এবং সমর্থন করে।

গত জুলাই মাসে নিজেদের ৭৭তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন জিমি কার্টার ও রোজালিন কার্টার। ২০১৯ সালে সবচেয়ে বেশি সময় ধরে বিবাহিত মার্কিন প্রেসিডেন্ট দম্পতি হওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন জিমি ও রোজালিন কার্টার।
জিমি কার্টার ও রোজালিন কার্টার বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৪৬ সালের ৭ জুলাই। সে সময় জিমি কার্টারের বয়স ছিল ২১, রোজালিনের ১৮।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension